মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
অধিনায়কত্ব ছাড়লেন ধোনি
প্রকাশ: ০৯:৫৮ am ০৫-০১-২০১৭ হালনাগাদ: ১০:০২ am ০৫-০১-২০১৭
 
 
 


টেস্ট ক্রিকেটের পর এবার টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তবে ১৫ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে তিনিই অধিনায়ক থাকছেন।

সীমিত ওভারের ক্রিকেটের সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে মহেন্দ্র সিং ধোনির সরে দাঁড়ানোর পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অধিনায়কত্ব ছাড়ার কথা ধোনি নিজেই জানিয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধম সূত্রে জানা যায়।

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটের সফল ক্রিকেটার ধোনি ভারতের হয়ে ২৮৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

অস্ট্রেলীয় ব্যাটসম্যান রিকি পন্টিং এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যান স্টিফেন ফ্লেমিংয়ের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ সংখ্যক ম্যাচে অধিনায়কত্ব করেন ধোনি। তার অধিনায়কত্বে ভারত ১৯৯টি ওডিআই এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

ধোনির অধিনায়কত্বে ২০১১ সালে স্বাগতিক ভারত দ্বিতীয়বারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপ ঘরে তোলে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT