মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
অভিনেত্রী শাবানা চলচ্চিত্র নির্মাণে ফিরছেন
প্রকাশ: ১২:২৯ pm ১৩-০৮-২০১৭ হালনাগাদ: ১২:৩১ pm ১৩-০৮-২০১৭
 
 
 



অভিনেত্রী শাবানা এবং তার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক চলচ্চিত্র নির্মাণে ফিরছেন। ঢালিউডের দুর্দশা কাটাতে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি গণমাধ্যমকে তারা এ সিদ্ধান্তের কথা জানান। শাবানা জানান, দেশীয় চলচ্চিত্রের দুর্দশা দেখে খুব খারাপ লাগছে। সিনিয়ররা এগিয়ে না এলে এই অচলাবস্থা কাটবে না। তাই অভিনয় নয়, আবার আমাদের প্রযোজনা সংস্থা এস এস প্রোডাকশনের ব্যানারে চলচ্চিত্র নির্মাণ করব। গল্প আগেই তৈরি করা আছে। ওয়াহিদ সাদিক জানান, চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে মানুষের সেবা করতে চাই। আগামী সংসদ নির্বাচনে গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করব। আর নির্বাচনী প্রচারণায় অংশ নেবে শাবানা। গত ২৮ জুলাই শাবানাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এরপর শাবানা-সাদিক দম্পতি যুক্তরাষ্ট্রে ফিরে যান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT