বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৩ই আষাঢ় ১৪৩১
Smoking
 
অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর: এখনও ইতিবাচক বিসিবি
প্রকাশ: ০৯:৪৯ am ২৩-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৫২ am ২৩-০৭-২০১৭
 
 
 


ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে আলোচনায় স্বস্তির একটা সুবাতাস মাত্রই বইতে শুরু করেছিল। কিন্তু ফের বেধেছে গোল। তাতেই আবার জমেছে শঙ্কার মেঘ। দু’পক্ষের সর্বশেষ আলোচনা ভেস্তে যাওয়ার পর এসিএ’র প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন যে মন্তব্য করেছেন, সেটি সোজা বাংলায়-সিএ’র শেষ কথা ‘সালিশ মানি, কিন্তু তালগাছটা আমার’ ধরনের। এসিএ’র সর্বশেষ প্রস্তাব সিএ’র নয়জন পরিচালকের সবাই প্রত্যাখ্যান করলে শুরু হয় নতুন জটিলতা। কাজেই বিরোধ আবার গোড়াতেই ফিরে গেছে। যদিও এখনও হাল ছাড়ছেন না সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এমনি যখন অজি ক্রিকেটের অবস্থা, তখনও স্টিভেন স্মিথদের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচকই থাকার চেষ্টা করছে বিসিবি। এখনও মেঘের আড়ালে আলোটাই দেখতে পাচ্ছে তারা। প্রস্তুতি নিচ্ছে সিরিজ আয়োজনের। আজ থেকে আবারও সিএ ও এসিএ’র মধ্যে আলোচনা শুরুর কথা। সেদিকেই চোখ রাখছে বিসিবি। কিন্তু ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আলোচনা ঘুরে-ফিরে আবার শুরুতে ফিরে গেছে। সমাধানের পথ ক্রমেই সঙ্কীর্ণ হয়ে পড়ছে। ক্রিকেট ওয়েবসাইটটির খবর, সফর নাও হতে পারে বলে বিসিবিকে খানিকটা ইঙ্গিত দিয়ে রেখেছে সিএ। যেমন আগাম সঙ্কেত তারা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে দিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের সে দেশে সফর নিয়েও। অনিশ্চয়তার মধ্যেও সিরিজের লজিস্টিক্যাল বিষয় পর্যবেক্ষণ করতে সিএ’র একটি প্রতিনিধি দল আসছে মঙ্গলবার। মিডিয়ার নানা গুঞ্জনকে তাই পাত্তা দিতে চাননি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। কাল মিডিয়ার মুখোমুখি হয়ে জানান, সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। বলছিলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাতিল হওয়ার মতো কোনো কথা আমাদের হয়নি। আজও তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আগামী ২৫ তারিখে তাদের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়াকে হোস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেভাবেই আমরা কাজ করছি। আর ক্রিকেট অস্ট্রেলিয়াও নিশ্চয়ই সেভাবে এগোচ্ছে। তারা এখন যা নিয়ে ব্যস্ত আছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT