শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
আইএসের হামলা পরিকল্পনা ভন্ডুলের সৌদি আরব কর্তৃপক্ষ দাবি
প্রকাশ: ১২:৫০ pm ১২-০৯-২০১৭ হালনাগাদ: ১২:৫৩ pm ১২-০৯-২০১৭
 
 
 


সৌদি আরব কর্তৃপক্ষ দাবি করছে, তারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের একটি হামলার পরিকল্পনা ভন্ডুল করেছে। একজন সৌদি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ঐ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজন ইয়েমেনি নাগরিক এবং দুজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই নিরাপত্তা কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের কাছে গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। সম্প্রতি সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ও শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে গুলি ও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। বার্তা সংস্থা এসপিএকে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে" এই হামলা ভন্ডুল করা সম্ভব হয়েছে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন কর্মকর্তা জানান, "সন্দেহভাজন ব্যক্তিরা মুসলিম ব্রাদারহুডের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতো এবং গুপ্তরচরবৃত্তির সঙ্গেও তারা যুক্ত ছিল।" এখানে উল্লেখ্য, মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বর্ণনা করে রিয়াদ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-কে একজন নিরাপত্তা কর্মকর্তা যে তথ্য দিয়েছেন এবং নিরাপত্তা বিভাগের যে সূত্র রয়টার্সকে যে খবর দিয়েছে তা সম্পর্কিত খবর কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। সূত্র: বিবিসি বাংলা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT