সোমবার, ০১ জুলাই ২০২৪ ১৭ই আষাঢ় ১৪৩১
Smoking
 
আতিয়া মহলে নিহতের মধ্যে একজন শীর্ষ নেতা মুসা’
প্রকাশ: ০৫:০৩ pm ২৮-০৩-২০১৭ হালনাগাদ: ০৫:০৭ pm ২৮-০৩-২০১৭
 
 
 


আতিয়া মহলে নিহত চার জঙ্গির মধ্যে জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে নিশ্চিত করেছে কাউন্টার টেররিজম ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র।

সূত্র আরো জানায়, নিহত চার জঙ্গির একজনের চেহারার সঙ্গে মুসার চেহারার মিল রয়েছে। এছাড়া তার প্যারা কমান্ডোদের সঙ্গে লড়ার দক্ষতা, প্রতিরোধের কৌশল, লড়াকু মনোভাব, অভিযানের সময় ছটছটে আচরণ দেখে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ম‍ুসা। তবে ডিএনএ টেস্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না।

এদিকে আতিয়া মহলে এখন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা সুইপিং ও বোমা নিষ্ক্রীয়করণের কাজ অব্যাহত রেখেছেন। তাদের সঙ্গে রয়েছেন পুলিশ, ৠাব ও ফায়ার ব্রিগেডের কর্মীরা।

নিহত চার জঙ্গির মধ্যে আগে দুইজনের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও দুই জনের মরতেদহ নেওয়া হয়নি। কিছুক্ষণের অপর দুই জঙ্গির মরদেহ মেডিকেলে পাঠানো হবে।

কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিস্ফোরণের শব্দ ছিলো বোম্ব ডিসেপোজাল ইউনিটের নিষ্ক্রীয়করণ কাজের অংশ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT