সোমবার, ০১ জুলাই ২০২৪ ১৭ই আষাঢ় ১৪৩১
Smoking
 
আফগানিস্তানের সীমান্তে আইএসের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেছে পাকিস্তান
প্রকাশ: ০৪:৩৮ pm ১৭-০৭-২০১৭ হালনাগাদ: ০৪:৪০ pm ১৭-০৭-২০১৭
 
 
 


আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির সেনা মুখপাত্র জানিয়েছে, আফগান অভ্যন্তরে আইএস-এর এই অংশটি ক্রমশই পাকিস্তানের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যদিও আইএস-এর অস্তিত্ব এতদিন অস্বীকার করে আসছিল পাকিস্তান। পাকিস্তান বলছে, আফগানিস্তানের ভেতরে থেকে শক্তিশালী হয়ে ওঠা জঙ্গিগোষ্ঠির প্রভাব ঠেকানোর জন্যেই প্রতিবেশী দেশটির উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় 'খাইবার-ফোর' শিরোনামে এই অভিযান। পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর এই সেনা অভিযানকে পাকিস্তানের জন্যে অত্যন্ত জরুরি উল্লেখ করে বলেন, গত কয়েক মাসে আইএস গোষ্ঠী খাইবার সীমান্তে বেড়ে উঠছিল। আইএস জঙ্গিরা গত দুই বছরে পাকিস্তানে চালানো বেশ কিছু জঙ্গি হামলার জন্যে দায় স্বীকার করে আসলেও পাকিস্তান সেদেশে আইএসের অস্তিত্ব অস্বীকার করে এসেছে। সীমান্তের যে অংশে বিমান বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়েছে সেটি বেশকিছু উপজাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকা। জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, আইএসের এই অংশ পাকিস্তান এবং আফগানিস্তানের সাবেক তালেবান গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত। তারা মধ্যপ্রাচ্যের আইএস গোষ্ঠীর কেউ নয় বলেই দাবি করেন তিনি। সূত্র: বিবিসি বাংলা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT