সোমবার, ০১ জুলাই ২০২৪ ১৭ই আষাঢ় ১৪৩১
Smoking
 
আল-আকসা মসজিদ সংকট নিরসনে ইসরায়েলের নরম সুর
প্রকাশ: ১১:৩৫ am ২৩-০৭-২০১৭ হালনাগাদ: ১১:৩৭ am ২৩-০৭-২০১৭
 
 
 


ইসরায়েলের জেরুজালেমের আল-আকসা মসজিদে মেটাল ডিটেক্টর বসানো নিয়ে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে টানা সহিংসতার ধারাবাহিকতায় এখন ইসরায়েল কিছুটা সুর নরম করেছে। একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা বিবিসিকে বলেছেন, তারা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নেবার কথা বিবেচনা করছেন। শুক্রবার (২১ জুলাই) থেকে দুই পক্ষের মধ্যে সহিংসতায় ৫ জন ফিলিস্তিনি এবং তিন জন ইসরায়েলি নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষমতাধর দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার (২৪ জুলাই) জরুরী বৈঠক আহ্বান করেছে। সংঘর্ষের শুরু মূলত জেরুজালেমে মুসলিমদের পবিত্র হারাম আল শরীফ বা আল আকসা মসজিদে মেটাল ডিটেক্টর বসানো নিয়ে। ইসরায়েলের দাবি, ওই এলাকায় ফিলিস্তিনিদের হামলায় দুজন ইসরায়েলি পুলিশ নিহত হবার পর নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা এই মেটাল ডিটেক্টর বসিয়েছে। এদিকে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস মনে করেন, নিরাপত্তা কোনো ইস্যু না, এটি শুধু ইসরায়েলিদের নিয়ন্ত্রণ আরোপের একটি কৌশল। এর প্রেক্ষিতে তিনি ইসরায়েলের সাথে সকল যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নেন। মাহমুদ আব্বাস টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, "যতক্ষণ পর্যন্ত জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা বাতিল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব পর্যায়ে ইসরায়েলিদের সাথে সব রকম যোগাযোগ আমরা বিচ্ছিন্ন করছি।" মেটাল ডিটেক্টর বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা দানা বেঁধেছিল তা চূড়ান্ত রূপ ধারণ করে শুক্রবার জুম্মার নামাজের পর থেকে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ছুরিকাঘাতে নিহত হয়েছে তিন জন ইসরায়েলি। সার্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য শান্তি স্থাপনের জন্য ক্ষমতাধর দেশ এবং সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত কোয়ারটেট গ্রুপ উদ্বেগ জানানোর পর ইসরায়েল ইঙ্গিত দিচ্ছে তারা এখন নিরাপত্তা বিধানের ভিন্ন কোন পদ্ধতির কথা বিবেচনা করছে। বিবিসি আরবি বিভাগকে দেয়া এক সাক্ষাতকারে ইসরায়েলি সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইয়োয়াভ মোরদেচাই বলেন, "আমরা আশা করি চলমান সমস্যার প্রেক্ষাপটে নিরাপত্তা বিধানের জন্য জর্ডান এবং অন্যান্য আরব জাতিগুলো ভিন্ন কোন সমাধান নিয়ে আসবে। যে কোন সমাধান সে হোক ইলেকট্রনিক, সাইবার কিংবা আধুনিক প্রযুক্তিগত অন্য কোন কিছু। ইসরায়েল সমাধানের জন্য প্রস্তুত। আমাদের নিরাপত্তা সমাধান দরকার, ধর্মীয় কিংবা রাজনৈতিক সমাধান নয়।" বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক অ্যালান জনস্টন বলছেন, এটা ইসরায়েলের পক্ষ থেকে সুর নরম করবার একটি লক্ষণ এবং এই প্রথম তাদের নরম হতে দেখা গেল। চলমান পরিস্থিতি নিয়ে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি জরুরী বৈঠক হবারও কথা রয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT