শনিবার, ০৬ জুলাই ২০২৪ ২২শে আষাঢ় ১৪৩১
Smoking
 
ইউরোপে কমর্স্থানে হিজাব পরা নিষিদ্ধ
প্রকাশ: ১২:১৭ pm ১৫-০৩-২০১৭ হালনাগাদ: ১২:২৬ pm ১৫-০৩-২০১৭
 
 
 


ইউরোপজুড়ে অফিসে হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছেন ইউউরোপীয় ইউনিয়ননের সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব জাস্টিস’।

ফ্রান্স ও বেলজিয়ামে আগেই এমন নিষেধাজ্ঞা রয়েছে।

এরই মধ্যে ও তা পালনে ব্যর্থ দুই নারী কর্মী চাকরিও হারিয়েছন।  এবার পুরো ইউরোপেই অফিস আদালতে হিজাব নিষিদ্ধ করার সুযোগ সৃষ্টি হলো ইউরোপের অন্যান্য দেশেও। বলা হচ্ছে, ডাচ নির্বাচন সামনে রেখে বারতি সতর্কতা হিসেবে এইই উদ্যোগ নেওয়া হয়েছে। 

মঙ্গলবার  রায় ঘোষণা করে কোর্ট অব জাস্টিস জানায়, কমর্স্থানে কোনও রাজনৈতিক বা ধর্মীয় চিহ্ন বহন করা যাবে না। আর সে জন্য কর্মীরা কর্মস্থলে বাধ্যতামূলক মুচলেকা দিয়ে কাজ করবে। 

এ্ই ব্যবস্থাকে স্রেফ সতর্কতামূলক, কোনও বৈষম্যমূলক নয় বলেই আদালত মত দেয়। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT