শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন ১৪৩১
Smoking
 
ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৪৮ জনের মৃত্যু
প্রকাশ: ১০:৩৪ am ১৩-০৩-২০১৭ হালনাগাদ: ১০:৩৬ am ১৩-০৩-২০১৭
 
 
 


ইথিওপিয়ায় বিশালকার একটি আবর্জনার স্তূপ ধসে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে রাজধানী আদ্দিস আবাবার অদূরে এই দুর্ঘটনায় এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার সময় সেখানে ১৫০ জনের মতো মানুষ ছিল।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

অস্থায়ী কিছু বাড়ি টনকে টন ময়লার স্তূপের নিচে চাপা পড়েছে। এসব বাড়িতে থাকা লোকজনের কী হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

এই এলাকা প্রায় পাঁচ দশক ধরে আদ্দিস আবাবার ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

আদ্দিস আবাবা নগর কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, হতাহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মুসা সুলেইমান আবদুল্লাহ জানিয়েছেন, তিনি বিকট শব্দ শুনতে পান এবং যখন ধস নামে তখন তিনি দেখেন টর্নেডোর মতো কিছু ঘটছে, যেন সব কিছু তছনছ করে দিচ্ছে। তাদের পরিবারের থাকার ঘর ময়লার ধসে ঢাকা পড়ে যেতে দেখনে তিনি।

আরেক বাসিন্দা তেবেজু আসরেস জানান, এই ধসের সময় ঘরের মধ্যে তার মা ও তিন বোন ছিলেন। তাদের ভাগ্যে কী হয়েছে, তা তিনি জানেন না।

আদ্দিস আবাবার এই ময়লার স্তূপকে কেন্দ্র করে ছিন্নমূল মানুষদের বসতি গড়ে উঠেছে। এখান থেকে কুড়িয়ে পাওয়া জিনিসপত্র বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। ডাম্পিং স্টেশনের আশপাশ ঘিরে ছোট ছোট অস্থায়ী ঘরে থাকা এসব মানুষ নানা ঝুঁকির মধ্যে থাকে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT