শনিবার, ০১ জুন ২০২৪ ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৭
প্রকাশ: ০৯:৫৬ am ১১-০২-২০১৮ হালনাগাদ: ০৯:৫৮ am ১১-০২-২০১৮
 
 
 


ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন। শনিবার দেশটির পশ্চিম জাভা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল। পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় দ্রুত গতিতে বাসটি একটি পাহাড়ি পথ দিয়ে নামছিল। এসময় এটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার গড়িয়ে থেমে যায়।

বাসের যাত্রীরা সবাই ছিলেন স্থানীয় পর্যটক। তারা জাভার বানটেন প্রদেশের দক্ষিণ টাঙ্গিরাং এলাকা থেকে আসছিলেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে তারা জানিয়েছেন, হয়তো বাসটির ব্রেক নষ্ট ছিল, তাই সময়মতো এটি কাজ করেনি।

বাসটি থেকে সব হতাহতকে বের করে আনা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সুবাং হাসপাতালের মুখপাত্র মামাত দুদিরাখমাত বলেছেন, ‘আমাদের মর্গে স্থান সংকুলান হচ্ছে না। আমরা আর কোনো মৃতদেহ রাখতে পারছি না।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT