শনিবার, ১৫ জুন ২০২৪ ১লা আষাঢ় ১৪৩১
Smoking
 
উত্তরপত্রের সঠিক মূল্যায়নের কারণে পাশের হার কম-শিক্ষামন্ত্রী
প্রকাশ: ১২:৪৯ pm ২৩-০৭-২০১৭ হালনাগাদ: ১১:০২ am ২৫-০৭-২০১৭
 
 
 


উত্তরপত্রের সঠিক মূল্যায়নের কারণে পাশের হার কম। এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রােববার( ২৩ জুলাই) বেলা ১১টার দিকে গণভবনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এবার পাস কম করায় আমরা বিস্মিত হইনি। পরীক্ষার খাতা ভালোভাবে মূল্যায়ন করার কারণেই এ ফল হয়েছে। গত মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায়ও একই ঘটনা ঘটেছিল। এসএসসিতে গতবারের চেয়ে ৮ শতাংশ পাস করেছে। সে ক্ষেত্রে তুলনামূলকভাবে এইচএসসিতে কম খারাপ হয়েছে; বরং এটা সাফল্য। শিক্ষামন্ত্রী বলেন, আমরা একটি কমিটি করে দিয়েছি, যার অধীনে পরীক্ষার খাতাগুলো বিশেষভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। এখানে ঢালাওভাবে খাতা মূল্যায়নের কোনো সুযোগ নেই। প্রথমে আমরা প্রধান পরীক্ষককে প্রশিক্ষণ দিয়েছি। পরে তিনি অন্যদের প্রশিক্ষণ দিয়েছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT