বুধবার, ০৩ জুলাই ২০২৪ ১৯শে আষাঢ় ১৪৩১
Smoking
 
উত্তর কোরিয়ার পারমানবিক কার্যক্রম বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করতে চীনকে আহবান
প্রকাশ: ১২:২০ pm ২২-০৬-২০১৭ হালনাগাদ: ১২:২২ pm ২২-০৬-২০১৭
 
 
 


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার পারমানবিক কার্যক্রম বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করতে চীনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে  বুধবার (২১ জুন) চীনা দশণার্থীদের সঙ্গে এক সাক্ষাতে টিলারসন এ আহ্বান জানান। তার সঙ্গে সে সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও উপস্থিত ছিলেন। পিয়ংইয়ের অন্যতম মিত্র বেইজিং। সেক্ষেত্রে চীন কোরিয়া সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠানে টিলারসন উত্তর কোরিয়াকে 'শীর্ষ নিরাপত্তা হুমকি' হিসেবে অভিহিত করে বলেন, "কোরীয় সংকট সমাধান করতে চাইলে কিম জং-উনকে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করতে হবে।" পাল্টা জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিরোধিতা করেছে এবং এটি তুলে নেয়ার দাবি জানিয়েছে। এছাড়া অনুষ্ঠানে চীনা প্রতিনিধিরা 'ডুয়েল ট্র্যাক অ্যাপ্রোচ' কূটনীতির মাধ্যমে কোরীয় সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। চীনের মতে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যদি কোরীয় উপসাগরে যৌথ সামরিক বন্ধ করে তাহলে উত্তর কোরিয়া তাদের পারমানবিক কার্যক্রমের রাশ টেনে ধরবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT