মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
একসঙ্গে কান উৎসব মাতাবেন দীপিকা, ঐশ্বরিয়া ও সোনম
প্রকাশ: ০১:২৭ pm ৩০-০৪-২০১৭ হালনাগাদ: ০১:২৯ pm ৩০-০৪-২০১৭
 
 
 


বিনোদন ডেস্কঃ হলিউডে অভিষেকের পর থেকে বক্স অফিসের রেকর্ড ভেঙেছেন দীপিকা পাড়ুকোন। কাজের সুবাদে হলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাকে। বেশকিছু দিন আগে দীপিকা আন্তর্জাতিক কসমেটিক্স ব্র্যান্ড লরেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।

আসছে ১৭ মে থেকে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব।ভারতীয় মিডিয়া বলছে, এবার ‘কান’ চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন তিনি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া, সোনম কাপুর। এবার তাদের পথেই হাঁটছেন দীপিকা। ঐশ্বরিয়া রায় বচ্চন, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর লরেলের এই তিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর উৎসবের কোন দিন গ্ল্যামার ছড়াবেন, সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আর এই তিন বলিউড সুন্দরীর সঙ্গে থাকবেন জুলিয়ান মুর ও ইভা লনগিরায়াদের মত আবেদনময়ী হলিউড সুন্দরীরা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT