শনিবার, ১৫ জুন ২০২৪ ১লা আষাঢ় ১৪৩১
Smoking
 
কাতারের নাগরিকদের হজ পালনের সুযোগ, স্থল সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি
প্রকাশ: ০২:১০ pm ১৭-০৮-২০১৭ হালনাগাদ: ০২:১২ pm ১৭-০৮-২০১৭
 
 
 


কাতারের নাগরিকদের হজ পালনের সুযোগ দেয়ার জন্য স্থল সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, যেসব কাতারি নাগরিক হজ পালনে ইচ্ছুক তাদের জন্য সালওয়া সীমান্ত খুলে দেয়া হবে এবং কোনো প্রকার অনুমতির প্রয়োজন হবে না। ওই বিবৃতিতে আরো বলা হয়, সৌদি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ঘোষণা দিয়েছেন, সব কাতারি হজযাত্রী সৌদি বাদশাহর খরচে অতিথি হিসেবে হজ পালন করবেন। সৌদি বাদশাহ কাতারের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ বিমান পাঠিয়ে দোহা বিমানবন্দর থেকে কাতারি হজযাত্রীদের জেদ্দায় নিয়ে আসারও নির্দেশ দিয়েছেন। তারা সবাই বাদশাহ সালমানের হজ ও ওমরাহ কর্মসূচির অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবেন। গত ৫ জুন সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছেদ করে। তবে কাতার তার বিরুদ্ধে আনিত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সৌদি আরবের এই ঘোষণার বিষয়ে কাতার সরকার এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: আল-জাজিরা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT