শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ায় বই উৎসবের উদ্বোধনকালে ডিসি জহির রায়হান
প্রকাশ: ১০:৩০ am ০২-০১-২০১৮ হালনাগাদ: ১১:২৬ am ০২-০১-২০১৮
 
 
 


শিশুদের লেখাপড়াকে আনন্দময় করে তুলতেই বছরের প্রথম দিনে বই উৎসব 
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেছেন, ‘আজকের শিশুরাই হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার কুশলী কারিগর। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তিনি সোমবার কুষ্টিয়া জিলা স্কুলে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, শিশুদের লেখাপড়াকে আনন্দময় করে তুলতে বছরের প্রথম দিনটিতে নতুন ক্লাসের বই তাদের হাতে তুলে দিতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা সফল করার দায়িত্ব আমাদের সবার। শিক্ষার্থীদের জীবনের প্রতিটি দিনই হোক উৎসবমুখর। তবেই হবে তাদের জীবন আনন্দময়।’ তিনি আরো বলেন, ‘দেশের ভবিষ্যৎ তোমাদের ওপরই নির্ভর করছে। শিক্ষার অন্যতম উদ্দেশ্য বিশ্ব মানবতার কল্যাণ। সেই ব্রত নিয়ে শিক্ষার আলোয় আলোকিত তোমাদের জীবন, দেশ ও জাতিকে কল্যাণ ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। তবেই সামগ্রিকভাবে আমরা বিশ্বসমাজে মর্যাদার আসন করে নিতে পারবো।’ সেই লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্রতী হতে আহ্বান জানান তিনি। কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মো: ইফতেখাইরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) হাসান হাবিব, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফজলুৃল হক। এসময় কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনেয়ারা, কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেসা সবুজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান জানান, এবার জেলার মোট ৩০লাখ ৫৬হাজার ২৮৯ টি বই বিতরণ করা হবে।


 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT