শনিবার, ১৫ জুন ২০২৪ ১লা আষাঢ় ১৪৩১
Smoking
 
কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
প্রকাশ: ১১:০৫ am ২১-১২-২০১৭ হালনাগাদ: ১১:০৭ am ২১-১২-২০১৭
 
 
 


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
আড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন। নির্বাচনে সভাপতি পদে বেড়বাড়ি কানাইকুনজ কে এসএস সমিতির ইদ্রিস আলী (শওকত) চেয়ারমার্কা প্রার্থী জয়লাভ করেছেন। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ ও ভোটগননা শেষে নির্বাচন কমিশনার উপজেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে ২৯ ভোট পেয়ে পুনরায় (৪র্থ বারের মত) নির্বাচিত হয়েছেন ইদ্রিস আলী (শওকত), তার প্রতিদ্বন্দি প্রার্থী ইউনুস জোয়ার্দ্দার পেয়েছেন ১৭ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সভাপতি পদে হরিহংকরপুর কে এসএস সমিতির নুরুল ইসলাম, সদস্য পদে কোলা কে এসএস সমিতির নকীব উদ্দীন, পঃডেফলবাড়িয়া কে এসএস সমিতির মোকাদ্দেস আলী, কল্যানপুর জোয়ার্দ্দাও পাড়া কে এসএস সমিতির আঃ বারী বিশ্বাস, দঃকাষ্টসাগরা পূর্বপাড়া কে এসএস সমিতির ইমদাদ হোসেন, চাপড়ী মধ্যপাড়া কে এসএস সমিতির হাসিনা বেগম ও আদর্শপাড়া কে এসএস সমিতির লাকী খাতুন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল, সহকারি কমিশনারের দ্বায়িত্ব পালন করেন সহকারী উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ও জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক শামীমুল ইসলাম। নির্বাচনে ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সার্বিক ভাবে সহযোগিতা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ফারহানা জেসমিন ও জুনিয়ার অফিসার(হিসাব) ওয়াশিকুর রহমান, এরআরডিও আমিন উদ্দীন। বেড়বাড়ি কানাইকুনজ কে এসএস সমিতির ইদ্রিস আলী (শওকত) পুনরায় (৪র্থ বারের মত) সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিন্দন জানান।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT