শনিবার, ০১ জুন ২০২৪ ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত
প্রকাশ: ১১:৪৫ am ১৫-১১-২০১৭ হালনাগাদ: ১১:৪৬ am ১৫-১১-২০১৭
 
 
 


যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারী মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে কয়েকটি জায়গায় হামলা চালায়। যার মধ্যে একটি এলিমেন্টারি স্কুলও ছিলো।

প্রথম গুলি শুরু হয় র‌্যাঞ্চো তেজেমার একটি এলাকায়। গুলি করে হামলাকারীকে হত্যা করে থামানো হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। কর্মকর্তাদের ধারণা, পারিবারিক সহিংসতা থেকেই এই ঘটনার শুরু।

তেহেমা কাউন্টির সহকারী শেরিফ ফিল জনসন জানিয়েছেন, র‌্যাঞ্চো তেহেমা এলিমেন্টারি স্কুলে শিশুদের গুলি করার উদ্দেশ্যে ঢুকেছিলেন ওই হামলাকারী। কিন্তু কর্মীরা তাকে বাধা দেয়। স্কুলের কর্মীরা আগেই গুলির শব্দ শুনতে পেয়েছিলো এবং সেজন্য তারা স্কুলের সব পথ বন্ধ করে দেয়। গাড়ি দিয়ে দরজা ও দেয়াল ভাঙার চেষ্টা করেন ওই হামলাকারী। একটি সেমিঅটো রাইফেল দিয়ে গুলি চালাতে থাকেন।

হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সেমি-অটোমেটিক রাইফেল এবং দুটি হ্যান্ডগান উদ্ধা করা হয়েছে। সূত্র: বিবিসি

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT