বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৩ই আষাঢ় ১৪৩১
Smoking
 
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, আহত ৪০
প্রকাশ: ১২:০৫ pm ১২-১২-২০১৬ হালনাগাদ: ০২:৫৬ pm ১২-১২-২০১৬
 
 
 


গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার বিকন নিটওয়ার লিমিটেড নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত কর্মচারীরা তাড়াহুড়ো করে নামতে গেলে কমপক্ষে ৪০ জন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, সকাল ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে শ্রমিকরা তাড়াহুড়া করে কারখানা থেকে বের হতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আগুনের সংবাদ পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানো আগেই শ্রমিকরা আগুন নেভান।

আহত শ্রমিকদের গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT