সোমবার, ০১ জুলাই ২০২৪ ১৭ই আষাঢ় ১৪৩১
Smoking
 
চলতি মাসে উত্তর কোরিয়া মার্কিন ঘাটিতে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত
প্রকাশ: ১১:২৪ am ১০-০৮-২০১৭ হালনাগাদ: ১১:২৮ am ১০-০৮-২০১৭
 
 
 


যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম বিমান ঘাঁটির সীমানায় চলতি মাসের মাঝামাঝি সময় উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত। পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটনের মধ্যকার চলমান উত্তেজনা বৃদ্ধির কারণে এমন সিদ্ধান্তে উপনীত হতে যাচ্ছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটির শীর্ষ নেতা কিম জং-উন এই পরিকল্পনা অনুমোদন করলে হোওয়াসং-১২ রকেট জাপানের ওপর দিয়ে গুয়াম থেকে ৩০ কিলোমিটার দূরে সাগরে ফেলা হবে। বার্তাসংস্থাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারি কড়া নিন্দা জানায় এবং মার্কিন নেতাকে এই হামলা পরিকল্পনার মূল কারণ হিসেবে উল্লেখ করে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে হুশিয়ার করে বলেছে তাদের এ ধরনের পদক্ষেপ ক্ষমতাসীন সরকারের অন্তিমমুহূর্ত টেনে আনবে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, মার্কিন বাহিনী এবং এর মিত্রশক্তির সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়া বিপুল ব্যবধানে পরাজিত হবে। উত্তর কোরিয়াকে এমন সব কাজ থেকে দূরে থাকতে হবে যা তাদের সাম্রাজ্যের অবসান ঘটাবে এবং দেশটির জনগণকে ধ্বংস করবে। উত্তর কোরিয়া বুধবার (৯ আগস্ট) প্রথমবারের মতো ঘোষণা দেয় যে তারা গুয়ামে মার্কিন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। স্থানটিতে যুক্তরাষ্ট্রের অনেক সেনা ও প্রায় ১ লাখ ৬৩ হাজার মানুষ বাস করে। গুয়ামে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত বোমারু বিমানঘাঁটি রয়েছে। সেখানে সাবমেরিন ও কোস্টগার্ড ইউনিটও আছে।

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT