শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩ই আশ্বিন ১৪৩১
Smoking
 
চামিন্দা ভাসকে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচ
প্রকাশ: ১২:৪৩ pm ২২-০৭-২০১৭ হালনাগাদ: ১২:৪৫ pm ২২-০৭-২০১৭
 
 
 


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) সাবেক বাঁহাতি পেসার চামিন্দা ভাসকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। শুক্রবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এসএলসির বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ফলে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন ভাস। শ্রীলঙ্কার অন্যতম সফল বোলার ভাস। দেশটির হয়ে ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১১ টেস্টে ৩৫৫, ৩২২ ওয়ানডেতে ৪০০ ও ৬ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬ উইকেট। জুলাইতে শ্রীলঙ্কা সফর করবে ভারত। সিরিজে ৩ টেস্ট, ৫ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলবে দু’দল। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৬ জুলাই। এরআগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে বোলিং কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। ২০১৫ সালে ভাসের বিদায়ের পর শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচ হন চাম্পাকা রামানায়েকে। তবে হঠাৎই ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT