মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
চিংড়ির ঘেরে ছাত্রলীগ নেতার লাশ
প্রকাশ: ০২:৪১ pm ১৭-০১-২০১৭ হালনাগাদ: ০২:৪৬ pm ১৭-০১-২০১৭
 
 
 


সাতক্ষীরা জেলা ছাত্রলীগের এক নেতার লাশ পাওয়া গেছে সদর উপজেলার এক মাছের ঘেরে।

নিহত ইমন হোসেন (২৫) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ লিটন হাসানের ছেলে। 

তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই ঘেরে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মঙ্গলবার সকালে ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের একটি ঘের থেকে ইমনের লাশ উদ্ধার করেন তারা।

এ ঘটনায় শহরের সুলতানপুর থেকে মুরাদ ও বিপ্লব নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।

 ওসি বলেন, সকালে ওই ঘেরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ‌্যমে তার পরিচয় জানতে পারে।  

“ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আমাদের ধারণা, শ্বাসরোধ করে হত্যার পর ইমনের লাশ ওই জায়গায় ফেলে রাখা হয়েছিল।”

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হুসাইন সুজন এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং ইমনের ‘হত্যাকারীদের’ দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT