শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩ই আশ্বিন ১৪৩১
Smoking
 
ছুটি প্রসঙ্গে সমর্থকদের যা বললেন সাকিব
প্রকাশ: ১১:৩৩ am ১২-০৯-২০১৭ হালনাগাদ: ১১:৩৬ am ১২-০৯-২০১৭
 
 
 


টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসান । দারুন ফর্মে থেকেও কেন ক্রিকেট থেকে দূরে থাকছেন এ নিয়ে তার সমর্থকরা ব্যাপক সমালোচনা করেছেন । সব সমালোচনার জবাব দেয়ার জন্য তিনি ফেসবুকে সমর্থকদের উদ্দেশ্যে একাটি থোলা চিঠি লিখেন । চিঠিটি হুবাহু সকালের খবরের পাঠকের জন্য তুলে ধরা হলো ।

তিনি লিখছেন--- প্রিয় ফ্যান, আপনারা জানেন আমি গত কয়েক বছর ধরে দেশের গৌরবের জন্য বিরতিহীন ক্রিকেট খেলে যাচ্ছি , যার কারণে আমার অনেক শারীরিক ও মানসিক ধকল যাচ্ছে। এই ব্যাপারটি মাথায় রেখে আমি ঠিক করেছিলাম আসন্ন দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের দুটি টেস্টে সামিয়িক বিরতি নেওয়ার এবং বিসিবি বিষয়টি তাদের বিজ্ঞ বিবেচনায় নিয়ে আমাকে খেলা থেকে বিরতি নেওয়ার অনুমতি দিয়েছে । ফলে, আমি মনে করি সাময়িক এই বিরতি আমাকে আগামী খেলাগুলোর জন্য আরো শক্তি ও মনোবল যোগাবে এবং আমাকে ও পুরো দলকে সাহায্য করবে আগামীতে আমাদের সাফল্যের চূড়ায় নিয়ে যেতে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই তাদের সীমাহীন ভালোবাসা ও অনুপ্রেরণার দেওয়ার জন্য। আসুন সবাই আমাদের টাইগারদের সাফল্য কামনা করি সামনের দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য । চলতি বছর টেস্টে ক্রিকেটে সাকিব ছিলেন দারুন ফর্মে । ৭টি  টেস্টে ম্যাচ খেলে তিনি ৬৬৫ রান সংগ্রহ করেছেন । উইকেট নিয়েছেন ২৯টি ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT