শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
জম্মু-কাশ্মীরে সেনার গুলিতে প্রাণ গেল মেজরের
প্রকাশ: ০৬:০৩ pm ১৮-০৭-২০১৭ হালনাগাদ: ০৬:০৫ pm ১৮-০৭-২০১৭
 
 
 


কর্মরত অবস্থায় সেনা সদস্যকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে ফেলেন তাঁরই উর্ধ্বতন কর্মকর্তা। সাথে সাথেই নিষেধ করেন ফোন ব্যবহার করতে। পরবর্তীতে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ওই সেনাকে ডেকে পাঠান সেনা ছাউনিতে। সে সময়ই মেজরের সঙ্গে তর্কে জড়ান ওই সেনা। এক পর্যায়ে তিনি একে-৪৭ রাইফেল থেকে গুলি চালিয়ে দেন মেজরের দিকে। ঘটনাস্থলেই মারা যান মেজর শিখর থাপা। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সোমবার (১৭ জুলাই) রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখার বুচারে কর্মরত ছিলেন কাথিরেসন জি নামে অষ্টম রাষ্ট্রীয় রাইফেলসে নায়েক পদমর্যাদার এক সেনা। সোমবার রুটিন টহলের সময় তাঁকে কর্মরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করতে দেখেন ওই বাহিনীর মেজর শেখর থাপা। নিয়ন্ত্রণরেখার মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গায় কর্তব্যরত অবস্থায় মোবাইল ব্যবহার করার জন্য ওই জওয়ানকে তিরষ্কার করেন তিনি। পরে তাঁর বিরুদ্ধে কম্যান্ডিং অফিসারের কাছে রিপোর্ট করবেন বলেও সতর্ক করেন ওই মেজর। তাঁর মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়। সে সময় কোনোভাবে সেটি ক্ষতিগ্রস্ত হয়। আর তাই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। তখন রাগান্বিত হয়ে নিজের একে-৪৭ রাইফেল থেকে ওই মেজরকে গুলি করেন ওই সেনা। মোট পাঁচটি গুলি করেন। ঘটনাস্থলেই মেজর থাপা নিহত হন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের উরি সেক্টরে কর্মরত মেজর থাপা প্রথমে ৭১ আর্মড রেজিমেন্টে ছিলেন। পরে তাঁকে জঙ্গি দমনের কাজে সেনার এলিট ইউনিট ৮ রাষ্ট্রীয় রাইফেলসে পাঠানো হয়। সূত্র: আনন্দবাজার

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT