শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
জাপানের আকাশসীমায় উ. কোরিয়ার ক্ষেপনাস্ত্র, হুমকির মুখে নিরাপত্তা
প্রকাশ: ১০:০৬ am ২৯-০৮-২০১৭ হালনাগাদ: ১০:০৮ am ২৯-০৮-২০১৭
 
 
 


উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র সাগরে পড়ার আগে জাপানের আকাশসীমা অতিক্রম করেছে। তবে জাপান কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দেওয়ার কোনো চেষ্টা করেনি। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয় সময় সকালের দিকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি অবতরণের আগে তিন টুকরা হয়ে যায়। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনাকে 'নজিরবিহীন হুমকি' বলে বর্ণনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একটা হুমকি থাকলেও গত আট বছরে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উড়ে গেল এটি। এর আগে গত শুক্র ও শনিবার তিনটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
 

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT