মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
জুরি পুরস্কার পেয়েছে ফারুকী পরিচালিত নতুন ছবি 'ডুব'
প্রকাশ: ০৯:৪৯ am ০১-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৫০ am ০১-০৭-২০১৭
 
 
 


রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কমেরসান্ত জুরি পুরস্কার পেয়েছে দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি 'ডুব'। বৃহস্পতিবার (২৯ জুন) উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। অক্টোবর সিনেমা হলে রুশ চলচিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোব ফারুকীর হাতে এই পুরস্কার তুলে দেন। রাশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক এ চলচ্চিত্র উৎসবের এবারের আসরে নয়টি দেশের ১০টি ছবির সঙ্গে লড়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত 'ডুব' এই পুরস্কারটি জিতে নেন। এবারের উৎসবে ছবিটি প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির লড়াইয়ে এখনও টিকে আছে। তবে সে ফলাফল এখনও প্রকাশিত হয়নি। পুরস্কার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, মস্কো উৎসবে প্রতিযোগিতা বিভাগে আমি বাংলাদেশি ছবি নিয়ে প্রথম এলাম; গতকাল শো শেষে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আজ পুরস্কার পেলাম, সত্যিই আমি খুব খুশি। উল্লেখ্য, বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের ইরফান খান এবং এসকে মুভিজের প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী ও ভারতের খ্যাতিমান ও জনপ্রিয় অভিনেতা ইরফান খানসহ আরও অনেকেই। তবে নির্মাণের পর থেকেই ছবিটি রয়েছে আলোচনায়। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পত্নী মেহের আফরোজ শাওনের অভিযোগের প্রেক্ষিতে এখনও সেন্সরবোর্ডে আটকে আছে চলচ্চিত্র 'ডুব'। এসব জটিলতার কারণে বাংলাদেশে ছবিটি এখনও সেন্সর ছাড়পত্র পায়নি। তাই বাংলাদেশে ছবিটির মুক্তি এখনও নিশ্চিত হতে পারেনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT