সোমবার, ০১ জুলাই ২০২৪ ১৭ই আষাঢ় ১৪৩১
Smoking
 
জোর করে মহিলার হিজাব খুলে নেওয়ার জন্য মামলায় ৮৫ হাজার ডলারের পুরস্কৃত
প্রকাশ: ০৪:৩১ pm ১২-০৮-২০১৭ হালনাগাদ: ০৪:৩৬ pm ১২-০৮-২০১৭
 
 
 


এক মুসলিম মহিলার হিজাব জোর করে খুলে নেওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিনি। সম্প্রতি সেই মহিলাকে ৮৫ হাজার ডলার দিয়ে পুরস্কৃত করা হয়েছে। ওই মহিলার নাম ক্রিস্টি পাওয়েল। ২০১৫ সালে গাড়ি চালানোর সময় পুলিশ তাঁকে আটকায়। এরপর জোর করে তার হিজাব খুলে নেওয়া হয়। ২০১৬ সালে তিনি পুলিশ বিভাগের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ ছিল, পুলিশ বিভাগ তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট লঙ্ঘন করেছে। চলতি সপ্তাহে তার অভিযোগটি অনুমোদিত হয়েছে। মামলার মীমাংসাস্বরূপ স্থানীয় মিউনিসিপ্যালিটি ক্রিস্টিকে ৮৫ হাজার ডলার দেবে বলে ঘটনার নিষ্পত্তি হয়েছে ৷ মামলায় বলা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদের সময় অপমান সহ্য করতে হয়েছিল। তিনি কাঁদছিলেন। তার ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছিল। পাওয়েল ছিলেন যাত্রী। কিন্তু তাকে দোকান থেকে জিনিস চুরির দায়ে গ্রেফতার করা হয়। তাঁর স্বামী চেয়েছিলেন বিষয়টি কোনও মহিলা পুলিশ সামলান ৷ কিন্তু পুলিশ অফিসার সেই অনুরোধে শোনেননি বলে অভিযোগ। পাওয়েলকে তার হিজাব খুলতে বলা হয়। গোটা রাত হিজাব ছাড়াই জেলের ভিতর কাটান পাওয়েল। যখন তাঁর স্বামী বন্ড দেন, তখন তাকে হিজাব ফিরিয়ে দেওয়া হয়। মামলায় এটাও বলা হয়, হিজাব ছাড়াই পাওয়েলকে জনসমক্ষে আসতে বলা হয়। এ ঘটনায় তিনি অস্বস্তিতে পড়েন। পাওয়েলের অভিযোগ স্বীকার করে আমেরিকার-ইসলামিক রিলেশনস প্রেস রিলিজের মাধ্যমে মামলার নিষ্পত্তি করে। সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT