বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৩ই আষাঢ় ১৪৩১
Smoking
 
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশ: ১০:৩০ am ০১-০৪-২০১৭ হালনাগাদ: ১১:২২ am ০১-০৪-২০১৭
 
 
 


কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।

বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবে। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন এসেছে। নুয়ান প্রদীপের জায়গায় খেলছেন সেকাগু প্রসন্ন।

এর আগে শ্রীলঙ্কার বহুল প্রচারীত ইংরেজি পত্রিকা ‘দ্য আইল্যান্ড’ আজকের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে কুমার সাঙ্গাকারার প্রত্যাবর্তন নিয়ে একটি খবর জানিয়েছিল, তা শেষ পর্যন্ত সত্য হিসেবে প্রমাণিত হয়নি।

বাংলাদেশ দল:
১. তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪. মুশফিকুর রহিম ৫. সাকিব আল হাসান ৬. মাহমুদুল্লাহ রিয়াদ ৭. মোসাদ্দেক হোসেন সৈকত ৮. মেহেদি হাসান মিরাজ ৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ১০. তাসকিন আহমেদ ১১. মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা স্কোয়াড:

১. দানুসকা গুণাথিলাকা ২. উপুল থারাঙ্গা ৩. কুশল মেন্ডিস ৪. দিনেশ চান্ডিমাল ৫. আসেলা গুণারত্মে ৬. মিলিন্দা সিরিওয়ারদানা ৭. তিসারা পেরেরা ৮. দিলরুয়ান পেরেরা ৯. সেকাগু প্রসন্ন ১০. নুয়ান কুলাসেকারা ১১. সুরঙ্গা লাক

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT