বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৩ই আষাঢ় ১৪৩১
Smoking
 
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশ: ১০:২৮ am ০৭-০৩-২০১৭ হালনাগাদ: ০৫:১৩ pm ০৭-০৩-২০১৭
 
 
 


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি শুরু হবে সকাল ১০.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও টেন থ্রি।

প্রথম টেস্টের ভেন্যু গল বলে একটু বেশিই আত্মবিশ্বাসী বাংলাদেশ। বাংলাদেশ সর্বোচ্চ ১৯৬ ওভার ব্যাটিং করে ৬৩৮ রান তুলে এই ভেন্যুতে। ওই ম্যাচেই মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরির স্বাদ পান, মোহাম্মদ আশরাফুল ১৯০ ও নাসির হোসেন অভিষেক সেঞ্চুরির ইনিংস খেলেন। অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচটি ড্র করে বাংলাদেশ। যদিও সব মিলিয়ে ১৬ ম্যাচের ১৪টিতেই হেরেছে বাংলাদেশ। ২টি ড্র হয়েছে। তবে সম্প্রতি নিজেদের পারফরম্যান্সে এবার জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: ১. তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সুভাশীষ রয়।

শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ(অধিনায়ক), দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, লাকশান সান্দাকান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT