শনিবার, ১৫ জুন ২০২৪ ১লা আষাঢ় ১৪৩১
Smoking
 
টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ২৯
প্রকাশ: ০৯:৩৩ am ২৫-০৬-২০১৮ হালনাগাদ: ০১:১৬ pm ২৫-০৬-২০১৮
 
 
 


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৯ জন। 

সোমবার (২৫ জুন) সাড়ে ৫টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন সাতুটিয়া এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নির্মাণ শ্রমিক ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। 

কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) আরিফ হোসেন জানান, গাইবান্ধা থেকে একটি ট্রাক ভাড়া করে নির্মাণ শ্রমিকরা সিলেট ও হবিগঞ্জ যাচ্ছিলেন। পথে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময়  স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে চারজন, পরে আরো দুইজনের মৃত্যু হয়।আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT