বুধবার, ০৩ জুলাই ২০২৪ ১৯শে আষাঢ় ১৪৩১
Smoking
 
টুইটারে ব্লক করায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১২:০১ pm ১২-০৭-২০১৭ হালনাগাদ: ১২:০৫ pm ১২-০৭-২০১৭
 
 
 


মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিগত ৩০ বছরে প্রায় ৪ হাজার মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবই ব্যবসা সংক্রান্ত। তবে এবার ৭ জন মার্কিন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাদের ব্লক করার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন নিয়মিত ব্যবহারকারী। বিশেষ করে তার মিত্রদের প্রশংসা এবং শত্রুদের সমালোচনা করতে টুইটার ব্যবহার করেন। ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি বাক-স্বাধীনতাকামী দল 'নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউট'। ওই দলের সাতজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট বার্তায় ব্যাঙ্গাত্মক অথবা সমালোচনামূলক মন্তব্য করায় তাদের অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে। এরপর থেকে তারা প্রেসিডেস্টে কোন পোস্ট দেখতে এবং মন্তব্য করতে পারছেন না। আইনি এই অভিযোগ বলা হয়েছে, এর মাধ্যমে ট্রাম্প তাদের অনলাইন আলোচনা থেকে বিরত থাকতে বাধ্য করছেন। তারা বলছেন, এটি একটি দমনমূলক পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের বাক-স্বাধীনতা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। মামলায় হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার এবং প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালক ড্যানিয়েল স্কাভিনোর নামও রয়েছে। গত মাসে স্পাইসার জানান "ট্রাম্পের টুইট বার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আনুষ্ঠানিক বিবৃতি হিসেবে গণনা করা হয়।" প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটারে ৩ কোটি ৩৭ লক্ষ অনুসরণকারী রয়েছে। নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জামিল জাফর বলেন, "প্রেসিডেন্টের টুইটার প্রীতির অর্থ হচ্ছে এটা সরকারের বার্তা এবং তথ্য পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।" তিনি জানান, হোয়াইট হাউজ নীতি বিরুদ্ধ কাজ করছেন এবং শুধু প্রেসিডেন্টের মতের বিরোধিতা করায় তারা টুইটার থেকে অনুসরণকারীদের বাদ দিচ্ছেন। ইনস্টিটিউটের মতে অ্যাকাউন্ট ব্লক করার অভ্যাসটি অন্যান্য সব মানুষের জন্যও একটি চিন্তার বিষয়। সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT