বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৩ই আষাঢ় ১৪৩১
Smoking
 
ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব জয়শঙ্কর
প্রকাশ: ০৫:০০ pm ২৩-০২-২০১৭ হালনাগাদ: ০৫:২৬ pm ২৩-০২-২০১৭
 
 
 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফরসূচি এবং ওই সফরের আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রাথমিক আলোচনা করবেন ভারতের পররাষ্ট্রসচিব।

জয়শঙ্কর আজ বিকেল ৫টার দিকে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফরসূচির খসড়া দিনক্ষণ এবং ওই সফরের সময় চুক্তির বিষয়গুলো প্রাথমিকভাবে আলোচনা হতে পারে।

এরপর সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জয়শঙ্কর।

এবার দিল্লি সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে থাকবেন বলে জানা গেছে।

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে এ সম্মান জানানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তার সহযোগিতা নিয়ে রূপরেখা চুক্তি করার বিষয়ে আলোচনা হবে। এ নিয়ে এক সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে।

শুক্রবার সকালে এস জয়শঙ্করের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT