শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩ই আশ্বিন ১৪৩১
Smoking
 
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ ইউকেটে ৯২ রান
প্রকাশ: ১১:২৪ am ২৮-০৮-২০১৭ হালনাগাদ: ১১:২৮ am ২৮-০৮-২০১৭
 
 
 


ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া । সোমবার (২৮ আগস্ট) সকালে এ খেলা অনুষ্ঠিত হয়। সর্বশেষ অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৯ ওভারে ৪ ইউকেটে ৯২ রান । ক্রিজে আছেন ম্যান রেনশর পিটার ২৪ ও হ্যান্ডসকম ২৬ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনেই ২৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ৭৮ ওভার ৫ বলে সবগুলো উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ করেছে ২৬০ রান । অস্ট্রেলিয়া প্রথমদিনই ব্যাট করতে নামার সুযোগ পায়। রোরবার ১০ রানে অস্ট্রেলিয়া তুলেছিল বাংলাদেশের ৩ উইকেট। আর বাংলাদেশ খুব বেশি ব্যবধান তৈরি করতে না দিয়ে ১৪ রানেই তুলে নিয়েছে তাদের ৩ উইকেট। প্রথমটি ৯ রানে। দিন শেষ হলো অস্ট্রেলিয়া চরম চাপের মুখে থেকে। ৩ উইকেটে ১৮ রান নিয়ে দিন শেষ করেছে তারা । খেলেছে মাত্র ৯ ওভার। সোমবার সকালে তারা ১৮ রানের সঙ্গে ১৫ রান যোগ করতেই মিরাজের বলে বোল্ড আউট হন স্টিভেন স্মিথ।স্মিথ যোগ করেন মাত্র ৮ রান। প্রথম দিন শেষে স্কোর : অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯ ওভারে ১৮/৩ (ওয়ার্নার ৮, রেনশ ৬*, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৩*; শফিউল ০/৮, মিরাজ ১/৭, সাকিব ১/৩)   বাংলাদেশ ১ম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫ । বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT