শনিবার, ১৫ জুন ২০২৪ ১লা আষাঢ় ১৪৩১
Smoking
 
দোতলা বাড়িত ভেতর ঢুকে গেল গাড়ি
প্রকাশ: ০৫:২৬ pm ১৫-০১-২০১৮ হালনাগাদ: ০৫:৩০ pm ১৫-০১-২০১৮
 
 
 


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাজ্যে দ্রুতগতির একটি গাড়ি সড়ক বিভাজকে আঘাত করার পর একটি বাড়ির দোতলায় ঢুকে যায়। স্থানীয় সময় রোববার (১৪ জানুয়ারি) ভোরের দিকে এই ঘটনা ঘটে। গাড়িটিতে দুইজন যাত্রী ছিলেন। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি (ওসিএফএ) জানিয়েছে, গাড়ির একজন যাত্রী বেরিয়ে গেলেও অপরজন আটকে ছিলেন। পরে সকাল পৌনে সাতটার দিকে তাকে উদ্ধার করা হয়। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির ক্যাপ্টেন স্টেফেন হর্নার বলেন, ওই ব্যক্তি ঝুলে থাকা গাড়ির মধ্যে এক ঘণ্টার বেশি সময় আটকে ছিলেন। ওসিএফএ জানিয়েছে, ওই গাড়িটি রাস্তার মাঝখানে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গিয়ে ভবনটিতে ঢুকে যায়। তারা বলছে, গাড়ি থেকে একজন বেরোতে পারলেও লস অ্যাঞ্জেলস কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ (ইউএসএআর) টিমের সহায়তায় অপরজনকে বের করে আনা হয়। এ ঘটনায় ওই বাড়ির দ্বিতীয়তলায় সামান্য আগুন ধরে যায়। হর্নার বলেন, তবে দ্রুতই ওই আগুন নিভিয়ে ফেলা হয়। পরে উদ্ধারকারী দল এসে অপর ব্যক্তিকে উদ্ধার করে। ওই ঘটনার শিকার দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। গাড়ির চালক মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করছে পুলিশ। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT