শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩ই আশ্বিন ১৪৩১
Smoking
 
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
দ্বিতীয় ইনিংসেও তামিমের অর্ধশতক
প্রকাশ: ১১:৫০ am ২৯-০৮-২০১৭ হালনাগাদ: ১২:২৬ pm ২৯-০৮-২০১৭
 
 
 


বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দলের সংগ্রহ নিয়ে গেছেন তিন অঙ্কে।  
৪২তম ওভারে একশ ছুঁয়েছে বাংলাদেশের সংগ্রহ, লেগেছে ২৫০ বল।

দ্বিতীয় ইনিংসেও তামিমের অর্ধশতক নিজের ৫০তম টেস্টে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক করেছেন তামিম ইকবাল। বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান প্রথম ইনিংসে করেছিলেন ৭১ রান। এনিয়ে ছয় বার টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশ কিংবা তার বেশি রান করলেন তিনি।
 
ঢাকা টেস্টে তামিমের দ্বিতীয় অর্ধশতক এসেছে ১০৯ বলে। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ৬টি চার।

প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ইমরুল কায়েস ব্যর্থ দ্বিতীয় ইনিংসেও। নাথান লায়নের লাফিয়ে উঠা বলে দ্বিতীয় স্লিপে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ২ রানে থেমেছেন বাঁহাতি ব্যাটসম্যান। 
 
ইমরুল ফিরে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ৬৭/৩। তামিম ইকবালের সঙ্গে জুটি বেধেছেন মুশফিকুর রহিম। এবার সাব্বির রহমান ও সাকিব আল হাসানের আগে ব্যাটিংয়ে এসেছেন অধিনায়ক।

দিনের শুরুতে নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে বিদায় করেছেন নাথান লায়ন। অফ স্পিনারের বল টার্ন করবে ভেবে খেলেছিলেন তাইজুল। টার্ন করেনি, অ্যাঙ্গেলে ঢোকা বলে হয়েছেন এলবিডব্লিউ।
 
৪ রান করে তাইজুল ফিরে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৬১/২। তামিম ইকবালের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ইমরুল কায়েস।

দিনের প্রথম বলে চার হাঁকিয়ে শুরু করেন তামিম ইকবাল। প্যাট কামিন্সের সেই ওভারে থার্ড ম্যান দিয়ে পান আরেকটি চার। অস্ট্রেলিয়ার ডানহাতি পেসারের পরের ওভারে মিডউইকেট দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে তামিম দলকে নিয়ে যান তিন অঙ্কের লিডে।

তাইজুল ইসলাম নাথান লায়নকে চার হাঁকিয়ে খুলেছেন রানের খাতা।

 

১ উইকেটে ৪৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ এগিয়ে আছে ৮৮ রানে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ঢাকা টেস্টের তৃতীয় দিন যতক্ষণ সম্ভব ব্যাট করতে চায় বাংলাদেশ। যতটা সম্ভব বড় করতে চায় দ্বিতীয় ইনিংস।

সোমবারের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজ মনে করেন, মিরপুরের উইকেটে যে কোনো পুঁজি নিয়ে লড়তে পারবেন তারা। আর তিনশ ছোঁয়া সংগ্রহ পেলে ভালো অবস্থানে থাকবে বাংলাদেশ।

বাংলাদেশ ২য় ইনিংস: ২৬ ওভারে ১৩১/৩ (তামিম ৭৫*, সৌম্য ১৫, তাইজুল ৪,ইমরুল ২ মুসফিক ২৩*; হেইজেলউড ০/৩, কামিন্স ০/২৯, লায়ন ২/৩৮, ম্যাক্সওয়েল ০/২৪, অ্যাগার ১/২৬)

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT