শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩ই আশ্বিন ১৪৩১
Smoking
 
দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ২২৫/২
প্রকাশ: ০৬:১০ pm ০৫-০৯-২০১৭ হালনাগাদ: ০৬:১৫ pm ০৫-০৯-২০১৭
 
 
 


চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০৫ রান করেছে। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২২৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। বাংলাদেশের চেয়ে এখনো তারা ৮০ রানে পিছিয়ে রয়েছে।

ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার (৮৮) ও পিটার হ্যান্ডসকম্ব (৬৯)। তৃতীয় দিনে তারা দুজন ব্যাট করতে নামবেন।

অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায়। এ সময় মুস্তাফিজুর রহমানের বলে ডানদিকে ঝাপিয়ে পরে অসাধারণ এক ক্যাচ নেন অধিনায়ক মুশফিকুর রহিম। তাতে সাজঘরে ফিরেন ম্যাট রেন’শ। যাওয়ার আগে ৪ রান করে যান তিনি। এরপর ডেভিড ওয়ার্নের সঙ্গে এসে জুটি বাঁধেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তারা দুজন দ্বিতীয় উইকেটে ৯৩ রান তোলেন। এরপর তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান স্মিথ। তার ব্যাট থেকে আসে ৫৮টি রান।

এরপর ওয়ার্নারের সঙ্গে এসে জুটি বাঁধেন পিটার হ্যান্ডসকম্ব। তৃতীয় উইকেট জুটিতে তারা ‍দুজন অবিচ্ছিন্ন থেকে ১২৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছেন।

স্কোর: অস্ট্রেলিয়া ৫৫ ওভারে ২২৫/২ রান। ওয়ার্নার ৮৮*, হ্যান্ডসকম্ব ৬৯*।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৫/১০ রান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT