শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা করা হবে আজ
প্রকাশ: ১১:৪৯ am ২৮-০৮-২০১৭ হালনাগাদ: ১১:৫০ am ২৮-০৮-২০১৭
 
 
 


ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা করা হবে আজ সোমবার (২৮ আগস্ট)। ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে রোহতকের সুনারিয়ার জেলে বন্দি ডেরা সচ্চা সৌদার প্রধান রাম রহিম সিংহ। সোমবার দুপুরের মধ্যেই তাঁর শাস্তির মেয়াদ শোনাবেন বিচারক। শুক্রবার (২৫ আগস্ট) সিবিআইয়ের বিশেষ আদালতের রায়ে দোষী সাব্যস্ত হন তিনি। রায় বের হতেই তার সমর্থকদের সহিংসতায় নিহত হয়েছে ৩৮ জন। ডেরা সমর্থকদের না ঠেকাতে পারায় প্রশাসনের দিকে আঙুল উঠেছে। আর সে কথা মাথায় রেখেই কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। নিরাপত্তার স্বার্থে জেলের মধ্যেই উড়িয়ে নিয়ে আসা হচ্ছে বিচারকসহ গোটা আদালত। তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রোহতক। সিবিআইয়ের বিশেষ আদালতের সেই বিচারক জগদীপ সিংহকে ইতিমধ্যেই বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সহিংসতা ঠেকাতে এর মধ্যে আটক করা হয়েছে প্রায় এক হাজার ডেরা সমর্থককে। ডেরার সদর দফতর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩০ হাজার ভক্তকে। জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ কোম্পানি আধা সামরিক বাহিনী। জেলের বাইরের নিরাপত্তায় প্রায় ৩ হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলের দিকে যে সকল রাস্তা গিয়েছে, তার সব কয়টাই আটকে দেওয়া হয়েছে। রোহতকের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কেউ গোলমাল বাধানোর চেষ্টা করলে এক বার সতর্ক করা হবে, না শুনলেই গুলি। হরিয়ানা ঘেঁষা পঞ্জাব এবং গাজিয়াবাদ ও নয়ডাতেও স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হরিয়ানার সমস্ত স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর ২ টার মধ্যেই রোহতকের জেলে আসবেন বিচারক। দুপুর আড়াইটে নাগাদ সাজা ঘোষণা করবেন বিচারক। সূত্র: আনন্দবাজার

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT