বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৩ই আষাঢ় ১৪৩১
Smoking
 
নারায়ণগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ৪
প্রকাশ: ০৯:৪৭ am ০৮-০২-২০১৭ হালনাগাদ: ০৯:৫২ am ০৮-০২-২০১৭
 
 
 


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে একটি ট্রাক খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আষাড়িয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনারগাঁও থানার ওসি মো. মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি প‌্যাকেজিং কারখানার কার্টন বহন করছিল ট্রাকটি। এর ওপরে ১০ জন শ্রমিক ছিল।”

তিনি জানান, আষাড়িয়ার চর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। 

আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে আরও দুইজন মারা যান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT