শনিবার, ০১ জুন ২০২৪ ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
প্রকাশ: ০৯:৪৭ am ২৬-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:৫২ am ২৬-০৮-২০১৭
 
 
 


নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যার বাড়িতে প্রবেশ করে তাকে গুলি করে। এ সময় নাহিদ হোসেন খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার বাড়িতে ঘুমিয়েছিলেন। নাহিদ হোসেনের ছোট মেয়ে নদী খানম জানান, দুর্বৃত্তরা দোতলায় উঠে জানালা দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় তার বাবা একাই বিছানায় ঘুমিয়েছিলেন। তার মাসহ পরিবারের সদস্যরা অন্য কক্ষে ঘুমিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার পিঠসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। এলাকাবাসী জানান, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাহিদ হোসেন আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কালিয়া থানার ওসি শেখ শমসের আলী জানান, নাহিদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

 

ছবিঃ সংগ্রহীত

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT