শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর
পদত্যাগ করেছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান
প্রকাশ: ০৯:২৩ am ১১-১২-২০১৭ হালনাগাদ: ০৯:৪১ am ১১-১২-২০১৭
 
 
 


অবশেষে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান,  তাকে তিন মাসের ছুটি দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকটির কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর পদত্যাগ করেছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী। রোববার (১০ ডিসেম্বর) ব্যাংকের বিশেষ বৈঠকে চেয়ারম্যানের পদত্যাগ ও ব্যবস্থাপনা পরিচালকের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিবর্তনে নতুন চেয়ারম্যান হয়েছেন তমাল এস এম পারভেজ। উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের তদন্তে এনআরবিসি ব্যাংকের ৭০১ কোটি টাকা ঋণের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। এরপর বাংলাদেশ ব্যাংক এ ব্যাংকটিতে পর্যবেক্ষক বসায়। এ বছরের মার্চে ব্যাংকটির চেয়ারম্যান ও এমডির কাছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ব্যাপারে সতর্ক করে নোটিশ পাঠানো হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT