শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন ১৪৩১
Smoking
 
পদ্মা সেতুর প্রথম স্প্যান বসছে শনিবার
প্রকাশ: ১১:৩৯ pm ২৯-০৯-২০১৭ হালনাগাদ: ১০:৪৯ am ৩০-০৯-২০১৭
 
 
 


কয়েক দফা পিছিয়ে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রমত্তা পদ্মার স্রোত আর ঢেউয়ের সঙ্গে লড়াইয়ে বিজয়ী হয়ে দেশি-বিদেশি প্রকৌশলীদের প্রচেষ্টায় আগামীকাল শনিবার স্বপ্নের পদ্মা সেতুর পিলারের ওপর প্রথম স্প্যান বসতে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রকল্প নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে  শনিবার সকাল ১১টায় স্প্যান ওঠানোর কথা রয়েছে। ১৫০ মিটার দীর্ঘ একেকটি স্প্যানের ওজন প্রায় ৩ হাজার ২০০ টন। মুন্সিগঞ্জে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ধূসর রঙের এই স্প্যান নিয়ে যাওয়া হয়েছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে। ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হলে পুরো সেতুটি দেখতে কেমন হবে তা বুঝতে পারবে সাধারণ মানুষ। অক্টোবরের দিকে আরও চারটি স্প্যান বসবে বলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানিয়েছেন। এরকম ভাবে আরও ৪১টি স্প্যান বসানো হলে শেষ হবে পুরো সেতুর কাজ। উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়। মূল সেতুর কাজ করছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আর নদীশাসনের কাজে নিয়োজিত আছে চীনের সিনোহাইড্রো করপোরেশন। সেতুতে মোট ৪২টি পিলার থাকবে। এর মধ্যে ৪০টি পিলার নির্মিত হবে নদীতে এবং দুটি নদীর তীরে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। ২০১৮ সালের ডিসেম্বরে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের। পদ্মা সেতু প্রকল্পের এ পর্যন্ত ৪৭ শতাংশ কাজ শেষ হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT