রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪ই আশ্বিন ১৪৩১
Smoking
 
পরীক্ষার দিন ছাপা প্রশ্নে পরীক্ষা নেওয়ার আশা
প্রকাশ: ১২:০০ pm ০২-০৪-২০১৭ হালনাগাদ: ০৪:৪৫ pm ০২-০৪-২০১৭
 
 
 


আগামী বছর থেকে পাবলিক পরীক্ষার প্রশ্ন ডিজিটাল পদ্ধতিতে প্রণয়ন করে তা পরীক্ষার দিন সকালে স্থানীয়ভাবে ছাপিয়ে পরীক্ষা নেওয়ার আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষ সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে আগামী বছরের এসএসসি পরীক্ষা থেকেই ওই পদক্ষেপ বাস্তবায়ন করতে আশাবাদী তিনি।

কিছুদিন ধরেই সরকার ডিজিটাল ব্যবস্থায় প্রশ্ন প্রণয়ন করে তা স্থানীয় প্রশাসনের অধীনে ছাপিয়ে পরীক্ষা নেওয়ার চিন্তা করছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারা দেশে সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রী জানান, নিষেধাজ্ঞা অমান্য করে আজ ঢাকা ট্রেজারি থেকে এইচএসসি-সমমানের পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহের সময় সঙ্গে স্মার্টফোন রাখায় দুটি কলেজের তিনজন শিক্ষককে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিন শিক্ষক হলেন—রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের আবদুর রশিদ, মহাখালী টিঅ্যান্ডটি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নাঈমা নাসরিন ও মাহবুবুর রহমান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, কোনো শিক্ষক বা কর্মকর্তা যদি পরীক্ষার উত্তরপত্রে অন্যায্য নম্বর দেওয়ার কথা বলেন বা নির্দেশনা দেন, তবে তাঁরা বেআইনি কাজ করেছেন। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সারা দেশে আজ ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এবার মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। গতবার ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন। আর ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।

সারা দেশে মোট ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১৫ মে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT