মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
পাকিস্তানে বাস দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ২৭ আরোহীর
প্রকাশ: ১০:৪৭ am ০৯-১১-২০১৭ হালনাগাদ: ১০:৪৮ am ০৯-১১-২০১৭
 
 
 


পাকিস্তানের চাকওয়ালে বাস দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ২৭ আরোহীর। বুধবার, রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাবলিগ জামাতে যোগ দিতে কোহাট থেকে রায়বন্দে যাচ্ছিলো মুসল্লিদের দলটি। পথে, চাকওয়াল এলাকায় দুর্ঘটনায় পড়ে বাসটি। স্থানীয় পুলিশ ও ফায়ার ব্রিগেডের সহায়তায় ভোররাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে পাঠানো হয়েছে রাওয়ালপিন্ডি হাসপাতালে। মরদেহগুলো শনাক্তের জন্য রাখা হয়েছে মর্গে।

প্রাথমিক তদন্তের পর জানানো হয়েছে, বাসচালক এলাকাটি ভালোভাবে চিনতেন না বলেই অন্ধকারে গিরিখাদের কাছে নিয়ন্ত্রণ হারান। উল্লেখ্য, বাংলাদেশের পর পাকিস্তানের রায়বন্দ এলাকায় বিশ্বের সর্ববৃহৎ তাবলিগের জামাত অনুষ্ঠিত হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT