শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
পারমানবিক অস্ত্র নিষিদ্ধ করণ চুক্তিতে সই করেছে বাংলাদেশ
প্রকাশ: ০৪:৪৬ pm ২১-০৯-২০১৭ হালনাগাদ: ০৪:৪৭ pm ২১-০৯-২০১৭
 
 
 


পারমানবিক অস্ত্র নিষিদ্ধ করণ চুক্তিতে সই করেছে বাংলাদেশ। বুধবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এই চুক্তিতে সই করেন। বিশ্বে পারমানবিক অস্ত্র তৈরি, এর ব্যবহার ও পরীক্ষা নিষিদ্ধ করতে বিশেষ এই চুক্তি স্বাক্ষর প্রক্রিয়ার উদ্যোগ নেয় জাতিসংঘ। বুধবার নিউইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘের ৭২তম অধিবেশনের আলাদা পার্শ্ব বৈঠকে এ চুক্তি সই হয়।

এতে বাংলাদেশের পক্ষে সই করেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। জাতিসংঘের ৫০টিরও বেশি সদস্য দেশ এই চুক্তিতে সই করলেও এর বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ আরও বেশ কয়েকটি দেশ।

একই সঙ্গে এদিনের বৈঠক বয়কটও করে তারা। আগামী ৯০ দিনের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT