মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
পুলিশ সার্জেন্টের ঘুষ নেওয়ার ভিডিওটি ফেসবুক জুড়ে ভাইরাল হয়ে গেছে
প্রকাশ: ১১:৪২ am ১৫-১০-২০১৭ হালনাগাদ: ১১:৫৩ am ১৬-১০-২০১৭
 
 
 


দেশে ভালো পুলিশ থাকলেও গুটিকয়েক পুলিশের দুর্নীতির কারণে বদনাম হয় সব পুলিশের। তেমনি দুর্নীতিগ্রস্ত এক পুলিশকে দেখা গেল রাস্তায় গাড়ি থামিয়ে ঘুষ নিতে। কিন্তু যে ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা, তার পাশেরজন পুরো ঘটনার ভিডিও করে ছেড়ে দেন ফেসবুকে। তবে ভিডিওটি কবে করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়, একজন বিদেশির কাছ থেকে ওই টাকা ঘুষ নিয়েছেন নীতিশ নামের এ পুলিশ কর্মকর্তা। ঘুষের টাকা নিয়ে ওই পুলিশ গাড়ির কাগজপত্র তৈরির জন্য দুই দিন বেশি সময় দেন এবং বলেন, ওই টাকা না দিলে তিনি গাড়িটি আটক করবেন। সেক্ষেত্রে জরিমানা হবে ৫ হাজার টাকা। 

এদিকে ভিডিওটির নিচে অনেক মানুষ পুলিশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। তারা বলছেন, দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তবে ঘুষ দেওয়ার জন্য গাড়ির ভেতরে বসে থাকার ব্যক্তিরও সমালোচনা করেছেন অনেকে। 

ভাইরাল হোয়া ভিডিওটি দেখুনঃ

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT