শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ফিরে আসা নিখোঁজ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ১০:২০ am ২৩-১২-২০১৭ হালনাগাদ: ১০:৩০ am ২৩-১২-২০১৭
 
 
 


ফিরে আসা নিখোঁজ ব্যক্তিদের  ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর হাতিরঝিলে নৌকাবাইচ উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মুবাশ্বার হাসান সিজার ও সাংবাদিক উৎপল দাস। তাদের ফিরে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, তারা ফিরে এসেছেন ও সুস্থ আছেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব কীভাবে, কেন ও কী কারণে তারা নিখোঁজ হয়েছিলেন। সব জানার পর আপনাদের বলতে পারব। দুই মাস ১০ দিন নিখোঁজ থাকা সাংবাদিক উৎপল দাসকে গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভোলতা এলাকায় কে বা কারা রেখে যায়। এর দুই দিন পর গত ৭ নভেম্বর থেকে নিখোঁজের ৪৪ দিন পর নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মুবাশ্বার হাসান সিজারকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিমানবন্দর সড়কে রেখে যায় 'অপহরণকারীরা'।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT