শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
ফের উ. কোরিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ
প্রকাশ: ১১:৩৭ am ১২-০৯-২০১৭ হালনাগাদ: ১১:৩৮ am ১২-০৯-২০১৭
 
 
 


জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ফের অবরোধ আরোপ করেছে। রাশিয়া এবং উত্তর কোরিয়ার মিত্র দেশ চীনও এই অবরোধে সম্মতি প্রদান করেছে। ২০০৬ সালের পর থেকে এ নিয়ে দেশটির ওপর অষ্টমবারের মতো অবরোধের প্রস্তাব আনা হলো। অবরোধ আরোপ স্বত্ত্বেও পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে পিয়ংইয়ংকে বিরত রাখা সম্ভব হয়নি। কয়লা, সীসা, তৈরি পোষাকের মতো গুরুত্বপূর্ণ সামগ্রী এবারের অবরোধের তালিকায় রয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনা অবরোধের প্রস্তাবের পক্ষে পড়েছে ১৫ ভোট, বিপক্ষে কেউ ভোট দেয়নি। যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ জারির জন্যে এই বৈঠকের আহ্বান জানায় আর তাতে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মিত্র দেশ চীনও সম্মতি জানালো। পিয়ংইয়ং সম্প্রতি যে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা ছিল অত্যন্ত শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা। আর দেশটি ক্রমাগত যুক্তরাষ্ট্রে আঘাত হানার বিষয়ে হুমকি দিয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের প্রাথমিক প্রস্তাবে অপরিশোধিত তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞাসহ কিম জং উন এর সম্পত্তি বাজেয়াপ্তের প্রসঙ্গও ছিল। তবে জ্বালানী রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা না দিয়ে, বর্তমান রপ্তানীর পরিমাণ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। সবশেষ এই অবরোধ ঘোষণায় উত্তর কোরিয়ায় কয়লা, সীসা এবং সামুদ্রিক খাবার রপ্তানিও ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে। গত আগস্টে আরোপ করা অবরোধের তালিকাতেও ছিল কয়লার নাম এবং সেই অবরোধের ফলে সব মিলিয়ে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ ক্ষতির মুখে পড়ার কথা উত্তর কোরিয়ার অর্থনীতির। আগস্টের শেষ দিকে উত্তর কোরিয়ার ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র জাপানের আকাশসীমা অতিক্রম করে, আর তারপর থেকেই তোড়জোড় শুরু হয় নতুন করে ব্যবস্থা নেবার। নিরাপত্তা পরিষদে সোমবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আরো কঠোর ব্যবস্থা থেকে সরে আসা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, যেসব দেশ উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য করবে তাদের সাথেও সম্পর্ক ত্যাগ করা হবে। তবে এবারের নিষেধাজ্ঞার তালিকায় দেশটির অন্যতম আয়ের উৎস পোশাক শিল্পও থাকছে। সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT