বুধবার, ২৬ জুন ২০২৪ ১২ই আষাঢ় ১৪৩১
Smoking
 
ফ্রান্সে রেলস্টেশনে ছুরি হামলায় নিহত ২
প্রকাশ: ০৯:৩৬ am ০২-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৪৭ am ০২-১০-২০১৭
 
 
 


ফ্রান্সের একটি রেলস্টেশনে এক ব্যক্তির ছুরি হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই হামলাকারীর মৃত্যু হয়েছে। রোববার মারসেইলে প্রধান রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

আঞ্চলিক পুলিশ প্রধান অলিভার ডি মাজিয়ার্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘দুজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন।’

এর আগে পুলিশ জানিয়েছিল, সেন্ট চার্লস স্টেশন থেকে তারা লোকজনকে সরিয়ে নিয়েছেন এবং ওই এলাকাটি ঘিরে রেখেছেন। টুইটারবার্তায় স্থানীয় পুলিশও ওই এলাকা থেকে স্থানীয়দের দূরে সরে থাকার পরামর্শ দিয়েছে।

এটি সন্ত্রাসী বা জঙ্গি হামলা কিনা এ ব্যাপারে ফরাসি কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব জানিয়েছেন, তিনি দ্রুত মার্সেইয়ের দিকে যাচ্ছেন।

২০১৫ সালের জানুয়ারিতে সন্ত্রাসী হামলার পর যানবাহনের বিভিন্ন স্টেশন, পর্যটনকেন্দ্র ও ধর্মীয় ভবনগুলোতে প্রায় সাত হাজার সেনা মোতায়েন করে রেখেছে ফরাসি কর্তৃপক্ষ। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে সন্ত্রাসী হামলায় ২৪১ জন নিহত হয়েছে।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT