বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় রাজনৈতিক নেতাদের বৈঠক হয়েছে।বুধবার (০২ আগস্ট) রাতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মধ্যরাত পর্যন্ত বৈঠকটি চলে। সবাইকে বাড়ির গেট থেকে আমন্ত্রণ জানান বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী । বৈঠক সম্পর্কে বি চৌধুরী সাংবাদিকদের বলেন, যারা দেশ নিয়ে ভাবেন। দেশের কথা চিন্তা করেন। তারা সবাই এক সঙ্গে বসেছিলাম। বৈঠকে উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সাধারন সম্পাদক আব্দুল মালেক রতন ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের। বৈঠকের বিষয়ে সুব্রত চৌধুরী জানান, বিএনপি ও আওয়ামী লীগের জোটের বাইরে আমরা নিজেরা এক হতে পারি কি না সে বিষয়ে আলোচনা হয়েছে। জিএম কাদেরের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, জিএম কাদের জাপার পক্ষ থেকে আসেননি। তিনি বি. চৌধুরীর পরিবারের ঘনিষ্ঠজন হিসাবে এসেছেন।