শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন ১৪৩১
Smoking
 
বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল সঙ্গে সংলাপে বসেছে ইসি
প্রকাশ: ১২:৫৩ pm ২৮-০৮-২০১৭ হালনাগাদ: ১২:৫৫ pm ২৮-০৮-২০১৭
 
 
 


বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি) । সোমবার (২৮ আগস্ট) বেলা ১১টায় এ সংলাপ অনুষ্ঠিত হয় । এরপর বিকেল ৩টায় খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন। গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এই সংলাপ শুরু হয়। ওইদিন বিকাল ৩টায় কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)। বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর সঙ্গে সংলাপ থাকলেও ত্রাণ কাজে ব্যস্ত থাকায় দলটির নেতারা আসতে পারেননি। তারা কমিশনের কাছে নতুন সময় চেয়েছেন। ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এদের মধ্যে ঈদের আগে ছয়টি দলের সঙ্গে সংলাপ হবে। ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে আবার সংলাপ শুরু হবে। ইতোমধ্যে এদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT