শনিবার, ১৫ জুন ২০২৪ ১লা আষাঢ় ১৪৩১
Smoking
 
বৃষ্টির থেমে যাওয়ার পরও পানি জমে জলাবদ্ধতা,মিরপুরের জনগণের দুর্বিষহ জীবন
প্রকাশ: ০৫:১৫ pm ২০-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:৩৬ am ২১-০৯-২০১৭
 
 
 


উন্নয়ণের জোয়ারে ভাসছে মিরপুর। চারিদিকে রাস্তা-ঘাট মেরামত। তার উপর চলছে মেট্রো-রেলের কাজ অবিরত। অদূর ভবিষ্যৎ মিরপুর হবে একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ শহর। কিন্তু এই সময়টাতে মিরপুরবাসীকে পড়তে হচ্ছে নানা সমস্যা। এক রাস্তায় বিশাল জ্যাম আর বৃষ্টিতে জলাবদ্ধতা। মিরপুর-১০, মিরপুর-১,কাজিপাড়া,শেওড়াপাড়া, মিরপুর-১৪,মিরপুর-১২ সহ আরোও অনেক একালায় বৃষ্টি হলে পানি জমে একাকার হয়ে যাচ্ছে। স্কুল-কলেজের যাতায়াত এ হচ্ছে বিড়ম্বনা, কর্ম ক্ষেত্রে যেতে হচ্ছে ময়লা পানি পেরিয়ে। এলাকার জনগণ এর দুঃখের আর শেষ নেই। তবুও জীবনের তাগিদে তাদের বের হতে হচ্ছে। জমে থাকা ময়লা পানি আর সেই জমে থাকা পানি থেকে বাড়ছে মশা। জনগণের জীবন হয়ে যাচ্ছে দুর্বিষহ।

 

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বৃহত্তর ২ নং ওয়ার্ডের কিছু চিত্র তুলে ধরা হলোঃ

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বৃহত্তর ২ নং ওয়ার্ডের জনগণের দুর্বিষহ জীবন।বৃষ্টির থেমে যাওয়ার পরও পানি জমে জলাবদ্ধতা থাকে প্রায় দুই ঘন্টা।এতে এলাকাবাসীর চলাচলে অনেক অসুবিধা হয়।

 

ছবিঃ শামীম আহমেদ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT